সভাপতি
ঐতিহ্যবাহী রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়, রাজশাহী শহরের প্রাণকেন্দ্র হেতেম খা এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর বহন করে আসছে। বিশেষ করে অত্র বিদ্যালয়টির ছাত্র/ছাত্রীরা সাঁতারু নামে পরিচিতি লাভ করে চলেছে।
প্রতিযোগিতার বিশ্বে যোগ্য নাগরিক হিসেবে আমাদের সন্তেনারা গড়ে উঠুক এটা সকলেরই প্রত্যাশা। আধুনিক শিক্ষা ব্যবস্থায়, তথ্য প্রযুক্তি নির্ভর সকল সুযোগ সুবিধা আমাদের বিদ্যালয়ে রয়েছে। আমাদের আছে আধুনিক এবং সমৃদ্ধ কম্পিউটার ল্যাব দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, মাল্টিমিডিয়া ক্লাস রুম এবং সমৃদ্ধ ও আধুনিক উপকরণ। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জিং আধুনিক ও যগোপোযুগি পাঠ দানে আমরা অঙ্গীকারবদ্ধ।
আধুনিক বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর। তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম প্রতিটি জাতিরই ঐকান্তিক কাম্য। সনাতন পদ্ধতির শিক্ষা কার্যক্রমের খোলস থেকে জাতিকে মুক্ত করে একটি আধুনিক, যুগোপযুগি ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম চালু করা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ ছিল। সেই অসাধ্য কাজ বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।